কবীর হোসেন, আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে নেতাকর্মীদের মাঝে ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার ঈদুল আযাহার শুভেচ্ছা বিনিময় করেন।
এ উপলক্ষে গত ১০ জুলাই রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম আকরাম হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তব্য দেন. পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি সাইফুর রহমান সাইফার, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সুজা, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাশেম মন্ডল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান জুয়েল,তৌকির আহমেদ ডালিম, আ.লীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা আব্দুল আলিম খান সহ আরো অনেকে প্রমূখ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে লিয়াকত সিকদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মাণের যে স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। তিনি বলেন,শেখ হাসিনার উন্নয়ন ‘পদ্মা সেতু, বিশ্বে রোল মডেল হয়ে থাকবে।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে দলীয় কাজে অংশ গ্রহণ করতে অনুরোধ করেন।