• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩০শে নভেম্বর, ২০২৩ ইং
রাজশাহীতে করোনার মধ্যে এমপি ওমর ফারুকের সমাবেশ

করোনা প্রতিরোধে সরকার যেখানে সকল ধরনের জনসভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে, রাতদিন নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে রাজশাহীর তানোরে রবিবার বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্থর উদ্বোধনের নামে সমাবেশ করেছেন খোদ সরকার দলেরই এমপি ওমর ফারুক চৌধুরি। তার এই সমাবেশে অন্তত দেড় হাজার লোকের সমাগম ঘটে। সেখানে উপস্থিত নেতাকর্মীদের গাদাগাদি করে বসে থাকতে দেখা যায়। মানা হয়নি সামাজিক নিরাপদ দূরুত্বও। আর এ নিয়ে এলাকায় করোনা ছড়িয়ে পড়ার আতঙ্ক দেখা দিয়েছে সাধারণ মানুষের মাঝে।

তানোরে এমনিতেই করোনার রেড জোনে পরিনত হয়েছে। এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ আক্রান্তের সংখ্যা ৫২ জন। এরই মধ্যে এমপির সমাবেশকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভেরও সৃষ্টি হয়েছে। আবার এই সভাতে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন সভাপতিত্ব করেন।

জানা গেছে, তানোরের কাশিম বাজার এলাকায় তানোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় রবিবার বিকেল চারটার দিকে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ আসনের (তানোর-গোদাগাড়ী) এমপি ওমর ফারুক চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর হোসেন সভাপতিত্বে এতে বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি খাদেমুন নবী বাবু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জিল্লুর রহমান। সাংগঠনিক সম্পাদক ওহাব হোসেন লালু অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, দর্লীয় নেতাকর্মীরা ও স্থানীয় কিছু মানুষ মিলে অন্তত দেড় হাজার মানুষ উপস্থিত ছিলেন। তাদের বসার জন্য চেয়ারের ব্যবস্থা করা হয় আগে থেকেই।

দেখা যায়, অনুষ্ঠানে পাশাপাশি গাদাগাদি করে মানুষ বসেছিলেন ওই অনুষ্ঠানে। এতে করে সামাজিক দূরুত্বও মানা হয়নি। ফলে এখানে করোনা ছড়িয়ে পড়ার চরম শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এলাকাবাসীও এ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এমপি শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্থর উদ্বোধন করে গেলেন নাকি করোনার ভিত্তি প্রস্থর উদ্বোধন করে গেলেন এখন সেটাই দেখার বিষয়। তার এমন কাণ্ডহীন সমাবেশের কারণে এলাকায় করোনা ছড়িয়ে পড়ার চরম শঙ্কা থেকেই গেলো।’

জানা গেছে, এই অনুষ্ঠান উপলক্ষে গত শনিবার থেকেই মঞ্চ তৈরীর কাজ চলে। গতকাল সকালের মধ্যে সেটি শেষ হয়। এরপর বিকেলে এমপি উপস্থিত হন বিশাল বহর নিয়ে। পরে বিকেল চারটার দিকে ভিত্তি প্রস্থর উদ্বোধনের পরে জনসভা করেন এমপি। এখানে জনসভা করার আগে এমপি তানোর উপজেলা পরিষদ চত্বরেও জনসমাগম করে সমাজসেবা ভাতার কার্ড ও হুইল চেয়ার বিতরণ করেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই ধরনের অনুষ্ঠানের বিষয়ে জানতে চাইলে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল বলেন, এই ধরনের অনুষ্ঠান এই মূহুর্তে কিভাবে হলো সেটি আমার জানা নাই। তবে আমি খোঁজ নিচ্ছি।’

এদিকে এমপি ওমর ফারুক চৌধুরির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, ‘এতো মানুষ হবে জানা ছিলো না। মানুষ চলে এলে কি করবো আমরা। তবে অনেকদিন ধরে করোনার কারণে সভা-সমাবেশ না হওয়ায় মানুষ ছুটে এসেছে। তাদের জন্য বসার জায়গাও করা হয়েছিল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।