এস এম মনিরুজ্জামান,ফরিদপুর
ফরিদপুরে আনন্দ টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। শনিবার বিকালে শহরের ব্রম্মসমাজ সড়কে দৈনিক ভোরের রানার প্রত্রিকা অফিসে কেক কাটা, সংক্ষিপ্ত আলোচনা সভা ও আনন্দ শোভা যাত্রার মধ্য দিয়ে বর্ষপূর্তির অনুষ্ঠান উদযাপিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুডি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামচুউদ্দিন মোল্লা । জন্মদিনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রথম আলো ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, ফরিদপুর পরিবেশ উন্নয়ন ফোরামের সভাপতি কাজী সিরাজুল ইসলাম,সহ-সভাপতি আফসার হোসেন,প্রচার সম্পাদক তানিয়া ইসলাম, সাপান টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মাদ লোকমান হোসেন,ফরিদপুর ময়েজউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ সিদ্দিকী, কবি নিলুফার ইয়াসমিন,ডেইলি স্টারের জেলা প্রতিনিধি সুজিদ দাস,ভোরের রানারের বার্তা সম্পাদক সেবানন্দ বিশ্বাস,জীবন বিমা কর্পোরেশনের মোঃ আজাদুর রহমান,সাংবাদিক রবিউল হাসান রাজিব ও জিল্লুর রহমান রাসেল সহ সাংবাদ কর্মী বৃন্দ।
বক্তারা বলেন আনন্দ টিভি দেশ ও জাতির উন্নয়নে তার সংবাদের মাধ্যমে কাজ করে আসছে। আরো ভালো কাজের মধ্যে দিয়ে আগামীতে আরো ভালো কাজের সাথে যুক্ত থাকবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আনন্দ টিভি ফরিদপুর জেলা প্রতিনিধি এস এম মনিরুজ্জামান।