করোনা ভাইরাসে বিপর্যস্থ দরিদ্র মানুষের পাশে দাঁড়ালো শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র শিবাজী নিকেতন। সোমবার রাতে শহরের শোভারামপুর, রঘুনন্দনপুর ও ভাসমান দরিদ্রদের মাঝে আটা, আলু, ডিম, লেবু, ওরস্যালাইন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শোভারামপুর শিবাজী নিকেতনে শতাধিক পরিবারের মাঝে এই খাদ্য সহযোগিতা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শিশু শিবাজী পোদ্দার। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নূর ইসলাম মোল্যা, শিবাজী নিকেতনের সভাপতি সাংবাদিক, কবি বিজয় পোদ্দার, সহ-সভাপতি নন্দিতা পোদ্দার ও এলাকার স্বেচ্ছাসেবক মোঃ রিপনসহ অনেকে। এ সময় সংগঠনের সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর আহবানে আমরা আমাদের সাধ্য অনুযায়ী অল্প কিছু মানুষকে মানবিক কারণে এই সহযোগিতা দেওয়া হলো। প্রত্যেকটি এলাকায় এমন করে অন্য সব সংগঠন ও ব্যক্তি যদি দরিদ্র মানুষের পাশে দাঁড়ায় আমরা অবশ্যই দুর্যোগ মোকাবেলায় সক্ষম হব।