তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর শুকুর শেখের ছেলে ছানোয়ার শেখ(৪৫)কে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে গ্রামের প্রভাবশালী একটি গ্রুপ।
গত ১০ মে সকালে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে মাফুজার ও ছানোয়ার গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রাতে পাশ্ববর্তী বেড়িরহাট বাজারে জনৈক ওহিদ শেখের ফার্নিচারের দোকানের সামনে থেকে ছানোয়ার শেখকে পূর্বপরিকল্পিত ভাবে মাফুজার ও তার লোকজন লোহার রড ও হাতুড়ী দিয়ে পিটিয়ে দাঁত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখন করে।
ছানোয়ারের শোরচিৎকারে আশেপাশের লো্কজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পরের দিন ১১ মে ছানোয়ার শেখ বাদী হয়ে নয়জন কে আসামী করে আলফাডাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার সুত্রে মামলাটি রুজু করা হয়েছে। মামলা নং ৫ তাং ১১.৫.২০২০
এ বিষয়ে মাফুজার শেখকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মারামারি হয়েছে তবে হাতুড়ী দ্বারা তাকে পিটানো হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রেজাউল করিম বলেন, আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।