• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
দিনাজপুরে ইন্টার্নি ডাক্তার সহ দুইজন করোনা শনাক্ত,সর্বমোট ৫৩ জন

জেলার ১২ উপজেলায় মোট ৫৩ জন করোনা শনাক্ত,সুস্থ-৮, মৃত-১ 

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের আর টি পিসি আর ল্যাব হতে দিনাজপুরে  আজ ১৬৩ টি নমুনা ফলাফলের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে বিরল উপজেলার ২ টি নমুনা ফলাফলের রিপোর্ট পজিটিভ,১ টি ফলোআপ রিপোর্ট পজিটিভ ও ১৬০ টি নমুনা ফলাফলের রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে এবং বোচাগঞ্জে ১ জন সুস্থ হয়েছে। বর্তমানে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৩ জন, সুস্থ ৮ জন, মৃত ১ জন।

শনাক্ত দুই জনের মধ্যে দিনাজপুর সদর উপজেলার একজন, তিনি  এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্নি ডাক্তার এবং   অপরজন দিনাজপুর বিরামপুর উপজেলা দিওড় ইউনিয়নের দামারপাড়া গ্রামের একজন। দুইজনেই পুরুষ।

মঙ্গলবার  (১২মে) সন্ধায় দিনাজপুর জেলা  সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এ বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর  জেলার ১৩টি উজেলার মধ্যে ১২ টি উপজেলায় করোনা রোগীর সংখ্যা ৫৩ জন, সুস্থ হয়েছে ৮ জন, মৃত ব্যক্তির সংখ্যা ১ জন। আক্রান্তদের মধ্যে ৪০ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে শিশুসহ ১৪ জন(সুস্থ ৩ জন ),বিরলে ৩,  নবাবগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ফুলবাড়ীতে ১ জন (সুস্থ), পার্বতীপুরে ৫ জন (সুস্থ ১ জন), বোচাগঞ্জে ৪ জন (সুস্থ ১ জন), ঘোড়াঘাটে ৪ জন,  কাহারোলে ৭ জন (সুস্থ ১ জন) , হাকিমপুরে ২ জন, চিরিরবন্দর ১ জন, বিরামপুর ৪ জন, বীরগঞ্জ ৪ জন।

মঙ্গলবার  (১২মে)) দিনাজপুর জেলার  অদ্যাবধি ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা সংখ্যা ১৫২১ টি,  এ পর্যন্ত ১২৭৭ টি নমুনা ফলাফল পাওয়া গেছে, এর মধ্যে জেলায় মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৩ জন, এর মধ্যে  মৃত ১ জন এবং  সুস্থ হয়ে ছাড় পত্র পেয়েছে ৭ জন (সদর ৭, ফুলবাড়ী ১, নবাবগঞ্জ ১, পার্বতীপুরে ১,কাহারোল ১ জন, বোচাগঞ্জ ১ জন)। তাদের  মধ্যে ৩৯ জন রয়েছে হোম আইসোলেশনে ও নবাবগঞ্জে ০১ জন রয়েছে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে, হাসপাতালে রয়েছে ৫ জন,মৃত্যুবরণ করেছেন ১ জন।

দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায়  হোম কোয়ারেন্টাইনে প্রেরিত হয়েছে ১২০ জন।  বর্তমানে হোম কোয়ারেন্টাইনে থাকা সর্বমোট ৬৫৮৪ জনের মধ্যে ৫১৬৯ জনকে সুস্থ হওয়ায় অব্যাহতি দেয়া হয়েছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা দাঁড়িয়েছে ১৪১৫ জন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে সর্বমোট ২২০ জন এর মধ্যে অব্যাহতি পেয়েছে ১৪১ জন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।