• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
গফরগাঁয়ে শিকক্ষদের উপর হামলার প্রতিবাদে চরভদ্রাসন কলেজে মানববন্ধন

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
গফরগাঁও সরকারি কলেজে কর্মরত শিক্ষক কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলা, লাঞ্চনা ও হামলার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রোববার সকাল ১১ টায় ফরিদপুরের চরভদ্রাসন সরকারি কলেজ প্রাঙ্গনে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও
শিক্ষার্থীরা মিলে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। পরে মানববন্ধনে অংশগ্রহনকারীরা এক ঘন্টা কর্মবিরতি পালন করেন। বিসিএস সাধারন শিক্ষা সমিতি চরভ্রদাসন সরকারি কলেজ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচীর আয়োজন করা হয়।
এ মানববন্ধনের সভাপতিত্ব করেন চরভদ্রাসন সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান। মানববন্ধনে শিক্ষক হামলার প্রতিবাদে বক্তব্য দেন, বিসিএস সাধারন শিক্ষা সমিতি চরভদ্রাসন সরকারি কলেজ ইউনিটের সাধারন সম্পাদক রঞ্জন
কুমার ঘোষ। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার অত্র কলেজের শিক্ষক মোঃ আব্দুস ছালাম, মোঃ মিজানুর রহমান, কাজী আব্দুল্লাহ আল-মামুন, নিবাস মন্ডল ও সুধিষ্ঠির বিশ্বাস প্রমূখ।
জানা যায়, এ মানববন্ধনে চরভদ্রাসন সরকারি কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা মিলে হাতে হাত ধরে প্রায় এক ঘন্টাকাল দাড়িয়ে থেকে হ্যান্ড মাইকের মাধ্যমে তাদের দাবী দাওয়া তুলে ধরেন। ময়মনসিংহ জেলার গফরগাঁও
সরকারি কলেজে কর্মরত শিক্ষক কর্মকর্তাগণের উপর সন্ত্রাসী হামলার ঘটনা প্রতি তীব্র নিন্দা জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা। একই সাথে মানুষ গড়ার কারিকর
শিক্ষকদের উপর হামলা করে জাতিকে পিছিয়ে দেওয়ার হীন ষড়যন্ত্র দ্রুত রুখে দিতে এবং হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা গ্রহন সহ শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবী তোলেন তারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।