• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
বোয়ালমারী পৌর নির্বাচনে: ধানের শীর্ষের প্রচারমাইক আচরণবিধি লংঘনে জরিমানা

বোয়ালমারী -আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী পৌর নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় বিএনপির মেয়র প্রার্থী শুকুর শেখের প্রচারাভিযানে অংশগ্রহণকারী অটোবাইক চালক রেজাউল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

মঙ্গলবার রাতে পৌরসভার বিভিন্ন স্থানে নির্বাচনী আচরণ বিধি মানা হচ্ছে কিনা তা তদারকিতে মাঠে নামে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে মেয়র পদে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী শুকুর শেখের নির্বাচনী প্রচারে নিয়মবহির্ভূতভাবে একই অটোবাইকে দুটি মাইক ব্যবহার করার অপরাধে পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের মোরশেদ শেখের ছেলে রেজাউল করিমকে (অটোবাইকের চালক) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। স্থানীয় সরকার ও পৌরসভা নির্বাচন আইন ২০০৯ এর ২১ (১) ধারায়’ এ জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে নির্বাচন পর্যন্ত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।