• ঢাকা
  • শনিবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৩ ইং
মায়ের বুক

মায়ের বুক

অাব্দুর রাজ্জাক রাজা

 

শস্য ক্ষেতে হলুদ ফুল

নদী করে কুলকুল।

মায়ের বুকে গভীর সাগর

মুক্তাঝরা মায়ের হাসি।

 

মায়ের বুক মুক্ত অাকাশ

ফুলের ঘ্রান সুবাতাস।

দেখলে মায়ের মুখ

ভুলে যাই সর্ব দুঃখ।

 

মায়ের অাদর শীতল ছায়া

ঝর্ণাধারা মুক্ত মায়া।

মায়ের মন সরল সোজা

মায়া-মমতা অাঁচলে বাঁধা।

 

বাবার মন শাসনে ভরা

নিত্য নতুন কর্ম শিখা।

ভবিষ্যতের পথ  পথ দেখা

জীবন গঠন সঠিক ধারা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।