• ঢাকা
  • শনিবার, ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং
কুয়াশা শেষে শীত জেঁকে বসবে

ছবি প্রতিকী

দেশে বিরাজমান ঘন কুয়াশা কেটে গেলে সপ্তাহ শেষে শীত জেঁকে বসবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা।

রাজধানীসহ দেশের অনেক জায়গায় শনিবারও ঘন কুয়াশা পরিলক্ষিত হয়েছে। দিনভর চাদরে সূর্যের দেখা না মেলায় শীতের অনুভূতি বাড়ছে কোথাও কোথাও।

এদিকে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার প্রভাবে ঝিরঝিরে বৃষ্টির আভাসও রয়েছে পরবর্তী ২৪ ঘণ্টায়।

তবে ঘন কুয়াশা দুই-একদিনের মধ্যে কোথাও কোথাও কমে আসবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কুয়াশার দাপট শেষে রোদেলা আবহাওয়ায় সপ্তাহ শেষে শীত জেঁকে বসবে।

শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস; আরেকদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

ঘন কুয়াশার কারণে উত্তরাঞ্চলের কোথাও কোথাও এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামী তিন দিনে উত্তুরে হাওয়ার সঙ্গে রাতের তাপমাত্রা কমার আভাস রয়েছে।
ডিসেম্বরে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আভাস রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।