• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
হঠাৎ ‘অসুস্থ’ তামিম

ফাইল ছবি

হঠাৎই শরীর খারাপ অনুভব করছিলেন। বেক্সিমকো ঢাকার বিপক্ষে বাঁচা মরার ম্যাচেও তাই ফিল্ডিংয়ের সময় মাঠে ছিলেন না ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল।

ম্যাচ শেষে এমনটাই জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। যিনি তামিমের অনুপস্থিতিতে ফিল্ডিংয়ের সময় বরিশালকে নেতৃত্ব দিয়েছেন।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে শনিবার লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয় বরিশাল ও ঢাকা। বরিশাল ২ রানে জেতায় চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত হয়েছে। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় ছিলেন না অধিনায়ক তামিম।

বরিশাল প্রথমে ব্যাট করে ৩ উইকেটে ১৯৩ রান করেছিল। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকাও ছুটছিল দুর্দান্ত গতিতে। এমন সময়ও মাঠে দেখা যায়নি তামিমকে। তাই তামিমের এই না থাকা নিয়ে কৌতূহল তৈরি হয় অনেকের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে আতহার আলী খানের প্রশ্নের উত্তরে মিরাজ বললেন, ‘তামিম ভাই ঠিক আছেন। শরীর একটু খারাপ লাগতেছিল, আর কি রকম একটু অসুস্থ ফিল করছিল।

এ জন্য হয়তো মাঠে নামেননি। আশাকরি, তামিম ভাই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। হয়তো পরের প্লে-অফ ম্যাচে খেলবে ইনশা আল্লাহ। ’
তামিম অবশ্য নিজেদের ব্যাটিং ইনিংসে ব্যাট করেছেন। এদিন ১৭ বলে ২ চারে ১৯ রান করেন জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।