• ঢাকা
  • বৃহস্পতিবার, ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ ইং
ভাঙ্গা থানা পুলিশের অভিযানে ১০ জুয়ারু আটক

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি -১২/৫/২৩

“বন্ধ হোক জুয়া, জয় হোক জনতার” প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের বিশেষ অভিযানে ১০ জুয়ারু আটক হয়েছে।
পুলিশের চোখ ফাঁকি দিয়ে ভাংগা থানা থেকে পার্শবর্তী নগরকান্দা ও মুকসুদপুর থানা এলাকার সীমানা ঘেঁষা আসফরদী একটি গ্রাম। যাতায়াত ব্যবস্থা ভালো না বিধায় সেখানে গাড়ি যোগে পৌঁছাতে বেশ বেগ পেতে হয় পুলিশকে। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি নিঝুম এলাকায় জুয়ার আসরে বসে একদল কর্মবিমুখ জুয়াড়ু। খবর পেয়ে ১১/০৫/২০২৩ খ্রিঃ ভাংগা থানার চৌকস অফিসার-ফোর্সের সমন্বয়ে টিম গঠন করে তাদেরকে উপর্যুক্ত ব্রীফ করে ভাঙ্গা থানার পুলিশ কর্মকর্তা গন। জুয়ারুদের সোর্স যারা পুলিশের আগমনের তথ্য সময়মতো জুয়াড়ুদের দিয়ে দেয়। জুয়াড়ুদের মোতায়েনকৃত সোর্সের চোখকে ফাঁকি দিয়ে পুলিশের পরিচয় গোপন করে পুলিশ সদস্যরা পাটক্ষেতের ভেতর দিয়ে চারিদিক থেকে জুয়ার আসরে হানা দেয়। আসর থেকে যে যার মতো দৌড়ে পালাতে গিয়ে কেউ ঝোপের মধ্যে, কেউ পানির মধ্যে আবার কেউ খুবই ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে পালাতে আপ্রান চেষ্টা করে ব্যর্থ হয়। এসময় পুলিশের জালে আটকা পড়েছে ১০ জন জুয়াড়ু। যাদের মধ্যে নগরকান্দা ও ভাংগার অধিবাসী সবাই। আটককৃতরা হলো-রাজু, রমজান, মুন্নু, ওমর, বেলায়েত, মিজান, হেমায়েত, লালন, আবুল সহ মোস্তফার মতো জুয়াড়ুদল।উদ্ধার হয় জুয়া খেলার সরঞ্জাম তাস সহ অন্যান্য অন্যান্য আলামত এবং জুয়ার বোর্ডে ব্যবহৃত নগদ অর্থ ১০,৫৭০ টাকা। রাতে ও বৃষ্টিতে খেলতে তৈরি করা হয়েছিল টিনের ছাপড়া। পুলিশ ছাপড়াটি ধ্বংস করে। এতে এলাকার শত শত মানুষের মুখে হাসি ফুটে। জুয়ার সুফল ও কুফল সম্পর্কে উপস্থিত শতজনের সামনে তুলে ধরা হয়।
শুক্রবার দুপুরে ভাঙ্গা থানা চত্বরে সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।