• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
রাস্ট্রীয় মর্যাদায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা আবুল হাসেম খান

ফরিদপুর সদরের আলিয়াবাদ ইউনিয়নের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম খানকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে ।

গতকাল সকাল ৯টায় আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়,পরে সেখানে প্রথম জানাযা অনুষ্টিত হয় এবং পরে সকাল ১১টায় তার কর্মস্হল জজ কোর্টে ২য় জানাযা শেষে আলিপুর কবরস্থানে দাফন করা হয়। গার্ড অব অনার এ  উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজা। তিনি করোনায় আক্রান্ত হয়ে প্রথমে ফরিদপুরে চিকিৎসা নেন, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ১১তারিখ রাতে মারা যায়। আলিয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে তাঁর নামাজে জানাযা অনুষ্টিত হয়।

এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ডসহ আলিয়াবাদের সর্বস্তরের জনগণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন বরেণ্য এই বীর মুক্তিযোদ্ধা। তিনি ফরিদপুর জজকোর্টে পেশকার হিসেবে নিয়োজিত ছিলেন। ১৯৭১ সালে তিনি মুজিব বাহিনীতে যোগদান করে সশস্ত্র গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।