করোনায় অভাব।। মা ৫ সন্তানকে নদীতে ফেলে দিলেন
করোনায় অভাব।। মা ৫ সন্তানকে নদীতে ফেলে দিলেন
করোনাভাইরাসের কারণে চলছে লকডাউন। বন্ধ আয়-রোজগারের উপায়। এমন সংকটে যারা ত্রাণও পান না তাদের অসহয়াত্ব চরমে পৌঁছায়। এরই নজির দেখা গেল ভারতে।
দেশটির উত্তর প্রদেশের বাদোহি জেলার জেগাঙগিরাবাদ এলাকায় এক মা তার পাঁচ সন্তানকে নিক্ষেপ করেছেন গঙ্গায়।
রবিবার এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম জানায়।
স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুদের উদ্ধারে তৎপর হয় বলে জানা গেছে। তারা ওই নারীকে আটক করে। ওই নারী মানসিকভাবে কিছুটা অসুস্থ বলে জানায় পুলিশ।
সূত্র জানায়, ওই নারী অভিযোগ করেন, তিনি এবং তার সন্তানরা লকডাউনে থাকা অবস্থায় কোনো খাদ্য সহায়তা পাচ্ছিলেন না। লকডাউনের কারণে তার দৈনন্দিন উপার্জনের পথও ছিল বন্ধ।
পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক বলা হয়, আমাদের প্রাথমিক গুরুত্ব হলো শিশুদের অবস্থান নির্ণয়। পরবর্তীতে আমরা অন্য বিষয়ে তদন্ত করব।