• ঢাকা
  • বুধবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
সুজন নাইয়া(গান)-আব্দুর রাজ্জাক রাজা

ছবি- প্রতিকী

সুজন নাইয়া ( গান)
আব্দুর রাজ্জাক রাজা

ও- আমার সুজন নাইয়া
কোথায় যাও পাল তোলে
একটু আমায় বলে যাও
সকাল দুপুর সাজে।।

আমি দুখি মনে ব্যথা
একটু শোনে যাও -আমার কথা
কষ্টের জ্বালা বড় জ্বালা
কেউ তো বুঝে না।।

ঘরের মানুষ ঘরে নাই
দুখের কথা কারে শুনাই
অন্ধ-কারে বন্দি ঘরে
মনের মানুষ থাকে দুরে।।

ও আমার সুজন নাইয়া।।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।