• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
করোনায় বিচ্ছিন্ন বিশ্ব

ছবি- সংগৃহীত

করোনায় বিচ্ছিন্ন বিশ্ব

করোনাভাইরাস আতঙ্কে প্রায় বিচ্ছিন্ন হতে চলেছে বিশ্ব। এক মাসের জন্য ইউরোপের ২৭ দেশ থেকে আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।

একই সময়ের জন্য গোটা বিশ্বের জন্য ভিসা স্থগিত করেছে ভারত। সব ভিসা বাতিল করেছে শ্রীলঙ্কাও। বিশ্বের বেশির ভাগ দেশের জন্য বন্ধ রয়েছে থাইল্যান্ডের ভিসা।

ইউরোপের বেশির ভাগ দেশের সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোয় সব ধরনের বাণিজ্যিক ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে কুয়েত।

প্রতিবেশী দেশগুলোয় ট্রানজিটে থাকা যাত্রীদেরও প্রবেশ করতে দিচ্ছে না সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি দেশ। বিশ্বের ছোট-বড় বেশির ভাগ দেশেই প্রবেশে নানা ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে।

করোনার প্রাদুর্ভাবে দুই মাস ধরেই কমতে থাকা এয়ারলাইনগুলোর ফ্লাইট এবার একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে। ইউরোপের দেশগুলোর যুক্তরাষ্ট্রগামী সব ফ্লাইট বন্ধ হয়েছে।

ইতিমধ্যে বাংলাদেশসহ উপমহাদেশের দেশগুলোর ভারতগামী সব ফ্লাইট বন্ধের ঘোষণা এসেছে। বাংলাদেশ থেকে ফ্লাইট পরিচালনা বন্ধ করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

 

আজ শুক্রবার থেকে তাই বিমানের কোনো ফ্লাইট ভারতে যাবে না। একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে দেশের দুটি বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ও ইউএস-বাংলা এয়ারলাইনস।

শুধু বিশ্বের বিভিন্ন দেশেই নয়, বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে নানা সতর্কতা চলছে কয়েক দিন ধরেই। এবার চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক সফর করা যে কোনো বিদেশি নাগরিকের ১৪ দিন সেল্্ফ কোয়ারেনটাইন বাধ্যতামূলক করেছে সরকার।

বিদেশি দূতাবাসগুলোয় পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের নোট ভারবালে বলা হয়েছে, বাংলাদেশে থাকা বিদেশি কিংবা জরুরি প্রয়োজন বা কেবলই ভ্রমণের উদ্দেশ্যে ঢাকায় আসা বিদেশি নাগরিক যারা চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়া ভ্রমণ করেছেন কিংবা ভিন্ন কোনো দেশ ভ্রমণকালে চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার কোনো না কোনো বিমানবন্দর ব্যবহার করেছেন বা ট্রানজিটে সময় কাটিয়েছেন, তাদের ঢাকা পৌঁছার দিন থেকে ১৪ দিন সেল্্ফ কোয়ারেনটাইনে থাকতে হবে।

ওই ১৪ দিনের মধ্যে অর্থাৎ ১৪তম দিনেও যদি কারও শরীরে জ্বর আসে এবং তা ১০০ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ওঠে, সঙ্গে হাঁচি-কাশি অথবা গলাব্যথা বা শ্বাসকষ্ট কিংবা ডায়েরিয়া হয়, তাহলে অবশ্যই তাকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করতে হবে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট অনুযায়ী, গতকাল পর্যন্ত ১২৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনাভাইরাস। আক্রান্ত হয়েছেন ১ লাখ ২৬ হাজার ৩৮০ জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬৩৫ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ হাজার ৩১৩ জন। গত দুই সপ্তাহে ভাইরাসটি চীনের বাইরে ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে বুধবার করোনাকে পৃথিবীব্যাপী মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

 

ভারতের কর্ণাটকে গতকাল একজনের মৃত্যু হয়েছে। স্ত্রীর শরীরে করোনা পাওয়ার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো স্বেচ্ছায় আইসোলেশনে গেছেন বলে জানিয়েছে গ্লোবাল নিউজ। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ থেকে কুয়েতে গণপরিবহন চলাচল বন্ধ বলে জানিয়েছে.

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।