ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে চিকিৎসা অবহেলা ও অনিয়মের অভিযোগে ‘আল মদিনা প্রাইভেট হাসপাতাল’ ‘আরামবাগ হাসপাতাল’ ও পিয়ারলেস হাসপাতালসহ কয়েকটি হাসপাতাল বন্ধ ঘোষণার রেশ কাটতে না কাটতেই এবার কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়া পরিচালনা ও চিকিৎসা সেবায় অনিয়মের অভিযোগে ফরিদপুরের ‘সততা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’ নামে আরো একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার (১২ এপ্রিল) জেলা শহরের ঝিলটুলীতে অবস্থিত ওই ডায়াগনস্টিক সেন্টারটি বন্ধ করে দেওয়া হয়।
হাসপাতালটি আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উক্ত প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এব্যাপারে ফরিদপুরের জেলা স্যানিটারী ইন্সপেক্টর বজলুর রশিদ খান বলেন, সততা নামের ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই পরিচালনা করে আসছে। পরে আমরা জেলা সিভিল সার্জনের নির্দেশে ডায়াগনস্টিক সেন্টারটিতে গিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছি।
সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, ওই ডায়াগনস্টিক সেন্টারটি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই চালাচ্ছে। পরে খবর পেয়ে হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছে।