• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৪ ইং
হাত স্যানিটাইজ করে ঘুষের টাকা নেন ওসি

ঘুষ নেওয়ার আগে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলমের হাত স্যানিটাইজ করার একটি ভিডিও ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলমের ঘুষ গ্রহণের সময়কার একটি ভিডিও নিয়ে জেলাজুড়ে চলছে তোলপাড়।

ওই ভিডিওতে দেখা যায়, লালমনিরহাট থানার ওসি মাহফুজ করোনার ব্যাপারে বেশ স্বাস্থ্য সচেতন। তবে সচেতন নন নিজের সততার ব্যাপারে। যে কারণে সর্বত্রই এখন আলোচনা চলছে হাত স্যানিটাইজ করে ঘুষ গ্রহণের ঘটনা। প্রতিপক্ষকে শায়েস্তা করতে মামলা দেওয়ার জন্য ওসিকে ঘুষ দেন আরেকপক্ষ। সেই ঘুষের টাকা ও হাত দুটি স্যানিটাইজ করেন ওসি মাহফুজ।

ওই সময় হাত স্যানিটাইজ করতে করতে বলতে শোনা যায়, ‘টাকার মাধ্যমে বেশি ছড়াচ্ছে’।

এদিকে এমন ঘটনায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।

এ ব্যাপারে লালমনিরহাটের পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানা বলেন, ‘এ রকম স্পেসিফিক কমপ্লেইন পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের আইনগত বিভাগীয় ব্যবস্থার যে নিয়ম আছে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’সংবাদ সুত্রঃ ntv online

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।