• ঢাকা
  • রবিবার, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে জানুয়ারি, ২০২৫ ইং
ফরিদপুরে স্ত্রীর উপর অভিমান করে বৃদ্ধার আত্মহত্যা

ছবি প্রতিকী

সনতচক্রবর্ত্তী:ফরিদপুরের বোয়ালমারীতে স্ত্রীর উপর অভিমান করে হারুন শিকদার (৭২)নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছে বলে জানা যায়।
হারুন শিকদার উপজেলার সাতৈর ইউনিয়নের বাসিন্দা।
মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে এঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হারুনের চার ছেলে ও তিন মেয়ে। তিনি ছোট ছেলে সবুজ সিকদারের সঙ্গে থাকতেন। সবুজ অবিবাহিত। বার্ধক্যজনিত ও শারীরিক অসুস্থতাজনিত কারণে হারুন অসুস্থ ছিলেন। হারুনকে তার স্ত্রী দেখাশোনা করতেন। ঈদে তার স্ত্রী এক মেয়ের বাড়িতে বেড়াতে যান। অসুস্থ অবস্থায় তাকে রেখে স্ত্রী বেড়াতে যাওয়ায় অভিমান করেন হারুন। সোমবার (১১ জুলাই) বিকেলে সাতৈর বাজার থেকে কীটনাশক ও কাফনের কাপড় কিনেন হারুন। পরে মঙ্গলবার (১২ জুলাই) সকাল ৮টার দিকে তিনি কীটনাশক পান করেন। পরিবারের সদস্যরা টের পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আ. রহমান বলেন, হারুন সিকদার কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।