• ঢাকা
  • শনিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ ইং
ব্যতিক্রম আয়োজনে আলফাডাঙ্গায় এক পূজা মণ্ডপে ২৫১ প্রতিমা, প্রতিনিয়ত দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীর ভীর!!

কবীর হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় মহাউৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যতিক্রম আয়োজনে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর এলাকায় কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির
মণ্ডপে ২৫১ প্রতিমা প্রতিনিয়ত দেখার জন্য হাজার হাজার দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

মূলত: সনাতন ধর্মের চার যুগের দেব-দেবীদের জীবনকাহিনি নিয়ে প্রস্তুত করা হয়েছে ২৫১টি প্রতিমার বিশাল প্রদর্শনী, যা দেখতে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থীরা আসছে দেশের বিভিন্ন এলাকা থেকে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে,মন্দিরের ভিতরে শুভ্রতা ছড়াচ্ছে কাশবন। আছে ছোট পুকুর ও পানির নজরকাড়া ফোয়ারা। এই পুকুরের পাড়ে নির্মাণ করা হয়েছে সনাতন ধর্মের রামায়ণ, মহাভারত, শিবপুরান ও পৌরাণিক কাহিনী অবলম্বনে দেবদেবীর ২৫১টি প্রতিমার প্রদর্শনী। জেলার গন্ডি পেরিয়ে এই আয়োজনের কথা ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন স্থানে। সনাতন ধর্মাবলম্বীরা সকাল থেকে রাত অবধি উপচে পড়া ভিড় করছেন এ মণ্ডপ দেখতে । পূজা মন্ডপ কমিটির কর্তৃপক্ষ দর্শনার্থীদের কথা চিন্তা করে এ প্রদর্শনী আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

জানা গেছে, পৌরাণিক কাহিনী অবলম্বনে এখানে সত্য, দ্বাপর, ত্রেতা ও কলি এই চারকালে দুষ্টের দমন ও শিষ্টের পালনে ভগবানের অংশ হিসেবে যে চারজন অবতার আবির্ভূত হয়েছেন (শ্রীহরি, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও শ্রীগৌরাঙ্গ), তাদের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে ৫২টি খণ্ডের মাধ্যমে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সত্যযুগে শ্রীহরির নিদ্রা, ত্রেতাযুগে রামচন্দ্রের বিয়ে, বনবাস, সীতাহরণ, দ্বাপরযুগে শ্রীকৃষ্ণের কংসের কারাগারে জন্ম, জন্মের পর নন্দালয়ে গমন, নৌকাবিলাস এবং কলিযুগে জগাই-মাধাইয়ের শিষ্য হওয়া, নগরকীর্তন প্রভৃতি কাহিনী নিয়ে তৈরী করা হয়েছে আরও ৫২ খণ্ড। এতে সব মিলিয়ে রয়েছে মোট ২৫১টি প্রতিমা। ভারত থেকে আগত প্রতিমা শিল্পী অনিল পালের আটজন সহযোগী নিয়ে প্রতিমাগুলো তৈরি করতে সময় লেগেছে প্রায় সাড়ে তিনমাস। গত বছরও তিনি এখানে ২০১টি প্রতিমা তৈরি করেছিলেন। তবে এবার তিনি গত বছরের চেয়েও ৫০টি প্রতিমা বেশি তৈরি করেছেন।

অন্যদিকে আলফাডাঙ্গা মূল সড়ক থেকে মন্দির পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়কসহ আশপাশ এলাকাজুড়ে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়। মন্দিরের যত কাছে যাওয়া যায় ভিড় তত বাড়তে থাকে। নির্ধারিত ফটক দিয়ে প্রবেশ করে ২৫১টি প্রতিমা দেখে বের হয়ে যাচ্ছেন দর্শনার্থীরা। দর্শনার্থীদের অনেককেই দেবী দুর্গাসহ অন্যসব প্রতিমার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত থাকতে দেখা যায়। পরিবার-পরিজন নিয়ে শ্রী শ্রী হরি মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে পেরে খুশি ভক্ত ও দর্শনার্থীরা।

নড়াইল থেকে আসা মিতালী রানী জানান, তিনি স্বপরিবারে এই ব্যতিক্রমী পূজা দেখতে এসেছেন। এমন আয়োজন তিনি এর আগে কোথাও দেখেননি।
গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসা দর্শনার্থী পূজা নামে এক শিক্ষার্থী বলেন, ‘এই জায়গায় এসে অনেক ভালো লাগছে। অন্য জায়গায় একটি-দুটি প্রতিমা থাকে আর এখানে এসে আমরা ২৫১টি প্রতিমা দেখতে পারছি। সবাই যাতে সারা বছর সাবধানে নিরাপদে থাকতে পারি দুর্গা উৎসবে আমার এই কামনা।’

ভারত থেকে ভিসা নিয়ে আসা দক্ষ প্রতিমা কারিগর মৃৎশিল্পী অনিল কুমার বলেন, ‘পূজার সময় আমাদের ব্যাপক ব্যস্ত থাকতে হয়। প্রতিমা গড়া, রংতুলির কাজ খুব সূক্ষ্ম সুনিপুণ হাতে করা হয়েছে।দেব-দেবীর মূর্তি তৈরির সঙ্গে আমাদের অনুভূতি, ভক্তি ও শ্রদ্ধা জড়িয়ে আছে। সম্পূর্ণ প্রতিমা তৈরির পরে যখন মণ্ডপে বসানোর সময় হয়, তখন অন্তরে প্রশান্তির অস্তিত্ব টের পাই। আর দর্শনার্থীরা যখন প্রশংসা করে, তখন মনটা খুশিতে ভরে যায়।’

আলফাডাঙ্গার হরিমন্দিরের সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন কমিটির সভাপতি কলেজ শিক্ষক প্রবীর কুমার বিশ্বাস বলেন, ‘সনাতনীদের ধর্মীয় কাহিনি সহজভাবে বোঝানোর জন্য প্রতিমাগুলো তৈরি করা হয়েছে, যেটা বই-পুস্তক পড়ে বুঝতে অনেক সময় লাগে। এই প্রতিমা নির্মাণে সময় লেগেছে সাড়ে তিন মাস। প্রতিবেশী দেশ ভারত থেকে এসে নির্মাণ করেছেন মৃৎশিল্পী অনিল কুমার পাল। অষ্টমীর দিন রাত থেকে অনেক ভক্তের সমাগম শুরু হয়েছে। প্রদর্শনী দশমীর পরেও এক সপ্তাহ থাকবে।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, পূজা মণ্ডপ ও ভক্ত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্যরা কাজ করছেন। এছাড়াও পূজামণ্ডপ এলাকা যানজটমুক্ত রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরার পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।

কবীর হোসেম
০১৭১৬৪৫৫৮৩৬
তাং ১২.১০.২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।