• ঢাকা
  • শনিবার, ১৮ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় বিএনপি নেতা মো.সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

কবির হোসেন, আলফাডাঙ্গা( ফরিদপুর) প্রতিনিধি

সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পূজা মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন ফরিদপুর -১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মো. সাহাবুদ্দীন আহমেদ নিউটন মিয়া।

শুত্রুবার( ১২ অক্টোবর ২০১৪) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পূজা মণ্ডপ পরিদর্শনকালে পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

আর্থিক সহায়তা প্রদান করার পূর্বে বিশিষ্ট বিএনপি নেতা সাহাবুদ্দীন আহমেদ নিউটন মিয়া বলেন, বাংলাদেশের সব নাগরিক মুসলিম, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান ভেদাভেদ ছাড়াই সমান অধিকার, স্বাধীনতা ও সুরক্ষাভোগ করবে। দলের নির্দেশ ক্রমে হিন্দু সম্প্রদায়ের দুর্গা উৎসবের নিরাপত্তার জন্য বিএনপির নেতাকর্মীরা সার্বিক সহযোগিতা করাবে।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা স্বাধীন ও সুন্দরভাবে পূজা-অর্চনা করতে পারেননি। আতঙ্কের মধ্যে থাকতে হয়েছে সব সময়। এখন সব ধর্মের অনুসারীরা তারা তাদের নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবে।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপি নেতা আব্দুল কাইয়ূম শিকদার,
পৌর যুবদলের আহবায়ক সৈয়দ মিজানুর রহমান মিজান ও যুগ্ম আহবায়ক মনির হোসেন মনির,
উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক আবু সালেহ মুসা, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ওয়ারেশ মোল্লা ও অন্যান্য নেতৃবৃন্দসহ অনেকে।

এর আগে একই দিনে সন্ধ্যায় আলফাডাঙ্গা হাসপাতাল রোডে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর -১ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রনেতা মো. সাহাবুদ্দীন আহমেদ নিউটন মিয়া।

এ সময় বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কবির হোসেন
০১৭১৬ ৪৫৫৮৩৬
১২ অক্টোবর ২০২৪

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।