সালথা’য় দুর্যোগ প্রশমন দিবসে আলোচনা সভা
দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন। এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরের সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুর রাজ্জাক, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, আওয়ামী লীগ নেতা খোরশেদ খান প্রমূখ।
১৩ অক্টোবর ২০২০