কবির হোসেন,আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম রায়হানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন,
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ, আলফাডাঙ্গা ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, বানা ইউপি চেয়ারম্যান মো.হারুন-অর রশিদ শরীফ বুড়াইচ ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব পান্নু মিয়া, গোপালপুর ইউপি চেয়ারম্যার খান সাইফুল ইসলাম, আলফাডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন মিয়া , উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবীর, উপজেলা ক্যাবের সভাপতি কবীর হোসেন প্রমুখসহ অনেকে ।
এ সময় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন বক্তারা। এছাড়াও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবার সহযোগিতা কামনা করা হয়।
কবির হোসেন
০১৭১৬৪৫৫৮৩৬
তারিখ ১৩ জানুয়ারি ২০২৫