জয়বাংলা যুব সংঘ ও সাবেক আওয়ামী লীগ ছাত্রনেতাদের উদ্যোগে পৌর মেয়র কে শুভেচ্ছা বিনিময়
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
357 বার দেখা হয়েছে
০
মানিক কুমার দাস, ফরিদপুর :-
জয়বাংলা যুব সংঘ ও ও সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ছাত্রনেতাদের উদ্যোগে পৌর মেয়র কে আজ সকালে ফুলের শুভেচ্ছা দেয়া হয়।
এতে সাবেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের পক্ষে প্রথমে ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা মুমিতুল হাসান বিভুল, আমিনুল ইসলাম রিপন, জামালুদ্দিন কানু, তাপস কুমার দত্ত, জাকির হোসেন কাবুল, আনন্দ সাহা, রফিক উদ্দিন পোকন ও শামীম হোসেন।
এরপরে অপর সংগঠন জয়বাংলা যুব সংঘের উদ্যোগে পৌর মেয়র অমিতাভ বোস কে ফুলের শুভেচ্ছা জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শংকর কর্মকার, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন ও সদস্য সচিব ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল আহমেদ ফয়সাল , ফজলুল হক সিকদার,২২,২৩ ২৪ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর তানিয়া আক্তার ইভা, আক্তার হোসেন তাপস, ইউসুফ হোসেন, মীর সাইফুর রহমান, মোহাম্মদ আমির হোসেন, মোঃ জাবেদ, খাজা শহীদুজ্জামান, কবিরুল আলম , জামিল হোসেন , হেলাল উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।