হত দরিদ্রের ১০ টাকা কেজি দরে সরকারি চালের কার্ডে অনিয়ম করলেন, ইউপি সদস্য ঝন্টু বিশ্বাস।
সৈয়দ তারেক মোহাম্মাদ আব্দুল্লাহ্,বোয়ালমারী ফরিদপুর জেলার দক্ষিণ বোয়ালমারী’র ৯ নং রুপাপাত ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মেম্বার ঝন্টু বিশ্বাসের বিরুদ্ধে ব্যক্তিগত বিরোধের জেরে, সরকারি ‘খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায়’ হত দরিদ্রের চালের কার্ড পরিবর্তনের অভিযোগ উঠেছে। খোজঁ নিয়ে জানা যায়,কলিমাঝি গ্রামের ভ্যান চালক আছাদ মোল্যার স্ত্রী, সাহিদা বেগমের নামে ১০ টাকা কেজি দরে চালের কার্ড ১০০০/- টাকা নিয়ে করে দেন ওয়ার্ড মেম্বার ঝন্টু বিশ্বাস। গত ২৯/৯/২০১৬ থেকে প্রতিমাসে ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে ডিলারের কাছ থেকে ক্রয় করে আসছিলেন সাহিদা বেগম।চলতি এপ্রিল মাসের চাল ক্রয় করতে গেলে, ডিলার লায়েকুল ইসলাম বলেন তোর নাম পরিবর্তন হয়েছে চাল পাবি না, এই বলে খারাপ ব্যবহার করে, বলে চেয়ারম্যান, মেম্বার কার্ড পরিবর্তন করছে তাদের কাছে যাও।এ ব্যাপারে জানতে চাইলে রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান্যান আজিজার রহমান বলেন,এই কার্ড পরিবর্তন করতে পারে ওয়ার্ড মেম্বার এটা তার এখতিয়ার, এ ব্যাপারে আমার জানা নেই।অভিযোগের ব্যপারে জানতে চাইলে ওয়ার্ড মেম্বার ঝন্টু বিশ্বাস বলেন- উপর থেকে পরির্বতন হয়েছে অামি কিছু করিনি,আপনি উপরে খোঁজ নেন।সার্বিক বিষয় বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ কে জানালে, তিনি সাহিদা বেগম কে তার অফিসে কার্ড সহ যেতে বলেন,অনিয়ম হয়েছে কিনা বিষয়টি দেখবেন বলে প্রতিবেদক কে জানান।