বোয়ালমারীতে গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
সনতচক্রবর্ত্তী :ফরিদপুরের বোয়ালমারী পৌর সভার ৭নং ওয়ার্ড মধ্যেরগাতী গ্রামের সোহান সেকের স্ত্রী রিক্তা বেগম (২৪) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার সকাল সাতটার সময় ওই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। ইয়াছিন আরাফাত নামে ওই গৃহবধূর ছয় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায় , বুধবার (১৩ মার্চ) সকাল ৭টার সময় পরিবারের উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মাহত্যা করে। এসময় পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত বোয়ালমারী থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বোয়ালমারী থানা সাব ইনস্পেক্টর মামুন -অর রশিদ বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।