ভাঙ্গা ১০৮ বোতল ফেনসিডিল সহ আটক-২
ফরিদপুরের ভাঙ্গা হাই-ওয়ে থানা পুলিশ সোমবার সকালে ১০৮ বোতল ফেনসিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটকৃত মাদক ব্যবসায়ীরা হলো খুলনা জেলার পাইকগাছা থানার মৃত ইমতিয়াজ বাইনের ছেলে আব্দুর রসিদ(৭০) ও সাতক্ষিরা জেলার কালিগঞ্জ থানার মৃত লক্ষীকান্ত বৈরাগীর ছেলে শশান বৈরাগী(৫৫)। ভাঙ্গা হাই-ওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানায়, খুলনা থেকে গামী বনফুল পরিবহন (ঢাকা মেট্র-ব-১৪-৫১৭০) বাসে মাদকের একটি চালান ঢাকায় যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার অফিসার জুয়েল টহল পুলিশ নিয়ে বাসটিকে তল্লাশী করে।
তল্লাশী করে বাসের ভেতর থেকে ব্যাগ ভর্তি ১০৮ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ী দুইজনকে আটক করা হয়। এদের বিরুদ্ধে থানায় নিয়মিত মাদক মামলা হয়েছে।