কুষ্টিয়ার কুমারখালীতে লক ডাউন না মানায় পুলিশী পদক্ষেপ
কুষ্টিয়ার কুমারখালীতে লক ডাউন না মানায় পুলিশী পদক্ষেপ
মোঃ চাঁদ আলী, কুষ্টিয়া প্রতিনিধি। ,১৩ এপ্রিল কুষ্টিয়ার কুমারখালীতে করোনা ভাইরাস আক্রমণ রোধে লক ডাউন না মেনে জনসাধারণের অবাধ চলাফেরা ও দোকানপাট খোলা রাখার কারনে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত স্থানীয় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনাকালে তিনি মোটর সাইকেলে দুজন আরোহন না করা, প্রয়োজন ছাড়া বাজারে না আসা এবং হোম কোয়ারেন্টিন না মেনে যত্রতত্র চলাফেরার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এসময় পৌরমেয়র মোঃ সামছুজ্জামান অরুন, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, কুমারখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কুমারখালীকে করোনা ভাইরাস মুক্ত রাখতে যেকোন পদক্ষেপ গ্রহণ করার জন্য পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত ওসিকে নির্দেশ প্রদান করেন।