বাংলা নতুন বছরের প্রাণ-ঢালা শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক মোঃ চাঁদ আলী
আগামী-কাল পহেলা বৈশাখ_
দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে শেষ হলো আরও একটি বছর। ক্যালেন্ডারের পাতা উল্টাতে উল্টাতে শেষ হলো আরও একটি বাংলা বছর। সূর্যটা যেন নতুন না হলেও রাত পোহালে সূর্যটা যেন নতুন ভাবে আলো দিবে । নতুন বছরের শুরুতেই তাই সবাইকে জানাই
____”শুভ নব-বর্ষের” একরাশ শুভেচ্ছা…
সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, ঘটনা-দুর্ঘটনা আর স্মৃতিকে সঙ্গে নিয়ে বিদায় নিয়েছে বছরের শেষ সূর্য। এই সূর্যের সঙ্গে বিদায় নিল বাংলা ১৪২৬ সাল । পহেলা বৈশাখের ভোরে নতুন বছরে নতুন স্বপ্ন নিয়ে উঠবে নতুন সূর্য । সেই সূর্যের আলোয় ধুয়ে-মুছে যাবে অতীতের সব গ্লানি, দুঃখ আর কষ্ট। এই প্রত্যাশাতেই পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে সকলে প্রস্তুত….
বাংলা ১৪২৬ সাল কে বিদায় দিয়ে নতুন বছরটিকে প্রাণ-খোলা আনন্দে স্বাগত জানান । কেননা ১৪২৭ সাল আপনার জন্য নানা ধরনের শুভবার্তা বয়ে নিয়ে আসতে পারে । তাই অতীতের সকল ব্যর্থতা ভুলে যান । নতুন বছরে নতুন উদ্দীপনা নিয়ে কাজ শুরু করুন। হাল ছেড়ে না দিয়ে নতুন ভাবে সফলতার বীজ বপন করুন । অতীতের ব্যর্থতা কে স্মরণ করে ধমকে থাকলে চলবে না নতুন বছরে নতুন গতিতে সফলতার পথে অগ্রসর হন। ইচ্ছা আর দৃঢ় মনোবল থাকলে মানুষ তার ভাগ্যের চাকা ৯০-৯৫% নিজেই ঘুরাতে পারে । বাকিটা নিয়তি বা সৃষ্টিকর্তা ঘুরিয়ে দিবে । সুতারাং পরিশ্রম করুন জীবনে সফল হোন । শুভময় হোক আপনাদের সবার আগামী দিন গুলো.নিজে বাচুন অন্যকে বাচাতে দিন নিজে ঘরে বাহিরে যাবেননা।