ফরিদপুর অফিস
ফরিদপুরে ১৮০ কোটি ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের বাস্তবায়নাধীন টেপাখোলা লেক উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১ টায় টেপাখোলা লেক সংলগ্ন মাঠে ভিত্তি প্রস্তর উন্মোচন করেন ফরিদপুর ১ আসনের এমপি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য এ. কে. আজাদ, ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শাহাদাব আকবর চৌধুরী লাবু, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন ও সংরক্ষিত নারী আসনের এমপি ঝর্ণা হাসান। ফলক উন্মোচন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেনের সভাপতিত্বে ফলকউন্মোচন শেষে লেক সংলগ্ন মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান।
মন্ত্রী এসময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে সারা পৃথিবীর মোড়লদের সামনে প্রমাণ করে দিয়েছেন যে, বিশ্ব মোড়লের ধার এই বাঙালি জাতি কখনোই ধারেনা, কখনো ধারবেও না। এই স্বপ্নের পদ্মা সেতু আজ বাঙালি জাতির উন্নয়নের প্রতীক।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই উন্নয়নের ফরিদপুর গড়বো। টেপাখোলা লেকের উন্নয়নের মাধ্যমে লেকের হারানো যৌবন আবার ফিরে আসবে। লেককে কেন্দ্র করে ফরিদপুরে নতুন করে উন্নয়নের যাত্রা শুরু হলো।
জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন , এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী শহিদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, এলজিইডি ফরিদপুর নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুজ্জামান খান, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাড. শামসুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, পৌর মেয়র অমিতাভ বোস, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সামচুল আলম চৌধুরী প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, ফরিদপুর জেলা পরিষদের মালিকানাধীন এই টেপাখোলা লেক উন্নয়নে ১৮০ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এই প্রকল্পের ১ম সংশোধিত কাজ বাস্তবায়ন শুরু করেছে।
#হাসানউজ্জামান ও রাশেদুল হাসান কাজল, ফরিদপুর।