ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল/১২০১১ মোঃ আলমগীর হোসেন গত ৮ জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। এর আগে তিনি দায়িত্বরত অবস্থায় আক্রান্ত হন করোনায়। এরপর তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
শনিবার ১৩ জুন সকালে ফরিদপুরের পুলিশ সুপার কার্যারয়ে মোঃ আলমগীর হোসেন এর পরিবারের হাতে ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) এর দেওয়া নগদ দুই লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা)।
এসময় অতিরিক্তি পুলিশ সুপার মোঃ সাইফুজ্জামান, কনস্টেবল/১২০১১ মোঃ আলমগীর হোসেন এর স্ত্রী জেসমিন বেগম ও তার দুই পুত্র উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) বলেন, কনস্টেবল মোঃ আলমগীর হোসেন গত ৮জুন সোমবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে। তার মৃত্যুতে ডিএমপি কমিশনার মহোদয়ের দেওয়া দুই লক্ষ টাকা আর্থিক অনুদান তার পরিবারকে দেয়া হলো। এছাড়া রবিবার পুলিশ হেডকোয়ার্টার থেকে আইজি মহোদয়ের দেওয়া আরো ৫ লাখ টাকা ও উপহার সামগ্রী তার পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হবে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে জনগণকে এর সংক্রমণ থেকে নিরাপদে রাখতে পুলিশ প্রশাসন দিন রাত কাজ করে যাচ্ছে। আর এ কাজ করতে যেয়ে পুলিশের সদস্যরাও করোনায় আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে। করোনায় শুরু থেকেই পুলিশ প্রশাসন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং সর্বদাই করে যাবে। এছাড়া জনগণের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের সেবাও করে যাচ্ছি আমরা পুলিশ প্রশাসন,আমাদের এ সেবা অব্যাহত থাকবে।