• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
খাগড়াছড়ি জোন কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা (মেডিকেল ক্যাম্পেইন) পরিচালনা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ি সদর জোন কর্তৃক সদর উপজেলার বড়পাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় তিন শতাধিক হতদরিদ্রের পাশে দাড়িয়ে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী (খাগড়াছড়ি সদর জোন)।

শনিবার (১৩ নভেম্বর ২০২১) পরিচালিত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর লোকজনরা অংশগ্রহণ করেন। বিনামূল্যে চিকিৎসা (মেডিকেল ক্যাম্পেইন) এ উপস্থিত ক্যাপ্টেন সাফিন আল সাইফ পলক, এ্যাডজুটেন্ট, খাগড়াছড়ি সদর জোন এর সাথে একান্ত সাক্ষাতে জানা যায় এ ধরণের সেবামূলক কার্যক্রম খাগড়াছড়ি সদর জোন কর্তৃক ভবিষ্যতেও পরিচালিত হবে।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

এ ব্যাপারে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল তৌফিকুল বারী এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।