ফরিদপুরে নবনির্মিত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর উদ্বোধন করা হয়েছে। আজ ১৩ সেপ্টেম্বর রবিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালত ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক।।
ফরিদপুর গণপুর্ত বিভাগের আয়োজনে ফরিদপুর জেলা ও দায়রা জজ মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ১ আসনের সাংসদ মনজুর হোসেন বুলবুল, ৪ আসনের সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরী, আইন, বিচার ও সংসদ বিযয়ক মন্ত্রনালয়ের আইন ও বিচার বিভাগের সচিব মোঃ গোলাম সারওয়ার, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ প্রকল্পের প্রধান সমন্বয়ক(যুগ্ম সচিব) বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান, গোপালগঞ্জ গণপুর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আবুল খায়ের, জেলা পরিযদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঝর্না হাসান, জেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাডঃ সুবোল চন্দ্র সাহা, ফরিদপুর গণপুর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নকিবুল বারী, সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য পেশ করেন ভারপ্রাপ্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জি এম নাজমুস সাদাত।
প্রধান অতিথি বলেন, অপরাধীকে সাজা দেয়ার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব। সবাইকে আইনের আওতায় আনতে হবে অন্যথায় বিচারের মুখোমুখি হতে হবে। বিচার বিভাগের মূলকাজ ন্যায় বিচার নিশ্চিত করা। বিচারক ও আইনজীবীদের সম্মিলিতভাবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের কারণে বিচার কাজ যখন থমকে গিয়ে ছিলো তখন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ভার্চুয়াল কোর্টের মাধ্যমে বিচারকার্জ চালিয়ে নেয়া হয়েছে। এসময় ৫০ হাজার বেল পিটিশন শুনানী হয়েছে।
উল্লেখ্য, ৫৪ কোটি ৩৯ লক্ষ ৪৬ হাজার টাকা প্রাক্কলিত ব্যায় ধরে আদালত চত্বরে ১২ তলা ফাউন্ডেশনের ভবনটির আট তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়েছে।