• ঢাকা
  • শুক্রবার, ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং
সোনালী ধান কাটার ধুম পড়েছে কৃষকের মাঠে

সালেহীন সোয়াদ সাম্মী, মধুখালী ( ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আমনের মাঠে হাওয়ায় দুলছে সোনালি ধান। হেমন্তের মিষ্টি হাওয়ায় সেই ধান ঘরে তুলতে ব্যস্ত এ অঞ্চলের চাষি। নানা স্বপ্নের বীজ বোনা যেন এই ফসলে। বাম্পার ফলনে সেই স্বপ্ন-সফলতার দারপ্রান্তে। তাই বেশ হাসিখুশিই তারা। চকচকে সোনালি ধান কাটিয়ে দিয়েছে সে ক্লান্তি। সব ঠিকঠাক থাকলে শতভাগ ফসল উঠবে ঘরে।

কৃষকরা বলছেন, এবার প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ধানের আবাদে অন্যান্য বছরের চেয়ে বেশি খাটতে হয়েছে। শঙ্কাও কম ছিল না। এখন ধান পরিপক্ব হয়েছে। এখন ধান কাটতে শুরু করেছেন। আর আবহাওয়া ঠিক থাকলে শতভাগ ফসল ঘরে তুলতে পারবেন বলে মনে করছেন তারা।

উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৮ হাজার ৬৮০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাকলী খাতুন জানান মাঠে আগাম জাতের বিনার আমন ধান অনেক আগে থেকেই  পাকতে শুরু করায় কৃষকরা ধান কাটতে শুরু করেছেন। অনেকে ধান ঘরে তুলেছেন গত মাসে। এ জাতের ধান আবাদ করায় কৃষকরা আর্থিক ভাবে লাভবান হচ্ছেন অপরদিকে একই জমিতে বছরে ৪টি ফসল আবাদ করতে পারছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।