মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিন জেলার বিভিন্নস্থানে মাদক বিক্রি বন্ধে কাজ করছে ডিএনসির টিম।
এরই প্রেক্ষিতে ১২ আগস্ট বুধবার সকাল ৬ টার দিকে ১০ গ্রাম হেরোইনসহ ১জনকে গ্রেপ্তার করা হয়। জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর গোদাগাড়ীর মোল্লাপাড়ায় সাদিকুলের চা দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিমান চালিয়ে ১ লাখ টাকা মূল্যের ১০ গ্রাম হেরোইনসহ খোরশেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডোমকুলি এলাকার মৃত মোরশেদ আলীর ছেলে খোরশেদ আলী (৩২)।
পরিদর্শক রায়হান আহমেদ খাঁন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খাঁন এর নির্দেশনায় ডিএনসি টিম জেলায় মাদকরোধে অভিযান চালিয়ে যাচ্ছে।
পরিদর্শক রায়হান আরও জানান, এলাকার কেউ মাদক বিক্রেতাকে ধরিয়ে দিতে চাইলে তার পরিচয় গোপন রাখা হবে।