ভাঙ্গায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-১৩/৯/২২
ফরিদপুরের ভাঙ্গায় মঙ্গলবার বিকালে ট্রেনে কাটা পড়ে সহিদুল মাতুব্বর (২৬) নামের এক বাক প্রতিবন্ধি যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার মাতুব্বরের ছেলে। ভাঙ্গা রেলওয়ের নিরাপত্তা পুলিশ পলাশ মুন্সি জানায়, ভাঙ্গা থেকে রাজশাহী গামী মধুমতি ট্রেন ছাড়ার কয়েক মিনিট পরই নওপাড়ায় পৌছায়। নওপাড়ার একটি আঞ্চলিক সড়ক দিয়ে তখন ঐ যুবকটি রেললাইন পাড় হচ্ছিল।
ট্রেনের হর্ন না শুনতে পেয়েই হয়ত যুবকটি ট্রেনের নিচে কাটা পড়ে। লাশটি রেলওয়ে পুলিশ আশার পর ময়না তদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।