বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি ড্রেজার ধ্বংস
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গত চারদিন ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনটি অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের শেখর ডোলভিটায় সরকারী নিয়মনীতিকে তোয়াক্কা না করে ড্রেজার মালিক দাদপুর ইউনিয়নের ডোবরা গ্রামের বাসিন্দা মুন্নু শেখ ৩৬ হাজার টাকা চুক্তিতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল।
রোববার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করেন। ময়না ইউনিয়নের কেয়াগ্রামে আলফাডাঙ্গা উপজেলার বানা গ্রামের বাসিন্দা ড্রেজার মালিক আলমগীর হোসেন ৯০ হাজার টাকা চুক্তিতে বালু উত্তোলন করেছিল। পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী চিত্তরঞ্জন সাহা ১ লক্ষ টাকা চুত্তিতে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে রবিবার ও সোমবার (১২.১০.২০) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দেন।
এ সময় ঘটনাস্থল থেকে দুইজন লিবারকে আটক করা হয়। পরে রাতে তারা আর বালু উত্তোলন করবে না মর্মে লিখিত দিয়ে ছাড়া পান। মুন্নু শেখ দীর্ঘদিন ধরে সরকারী আইন না মেনে বালু উত্তোলন করে আসছে।