সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বীর মুক্তি যোদ্ধা সাদেক আলী দীর্ঘ দিন যাবৎ অসুস্থ হয়ে বিছানা শুয়ে রয়েছেন। অসুস্থ মুক্তি যোদ্ধার পাশে দাড়ান সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। বুধবার ৩ ঘটিকায় মধ্যতাহির পুর গ্রামে গিয়ে অসুস্থ মুক্তিযোদ্ধা সাদেক আলীর পরিবারের খোজ খবর নেন। পাশা পাশি মুক্তি যোদ্ধা সাদেক আলী চিকিৎসার জন্য এমপি রতন নগদ ১০ হাজার টাকা সহযোগিতা করেন। এসময় তাহির পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, ১ম শ্রেণীর ঠিকাদার মো. মাঈন উদ্দিন, সহ আওয়ামীলীগ নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জানাযায়, মঙ্গলবার সামাজিক যোগাযোগ ফেসবুকে মুক্তি যোদ্ধার পুত্র শাওন ইসলাম একটি স্টেটাস দেন। অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে মুক্তি যোদ্ধা সাদেক আলী। সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন ফেসবুকে স্টেটাস দেখে বুধ বার চুটে আসেন মুক্তি যোদ্ধার বাড়ীতে। সাদেক আলী ৫ বছর যাবৎ প্যারালাইসড রোগে আক্রান্ত হয়ে পড়ে আছেন