রঘুনন্দনপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। ফরিদপুর শহরের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজে রবিবার থেকে রঘুনন্দনপুর যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় ১৬ টি দলকে ৪ গ্রুপে বিভক্ত করে লিগ পদ্ধতিতে এ টুর্নামেন্ট শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা আজিজুল, রাহাত, চয়ন হুজাইফা এ টুর্নামেন্ট এর আয়োজক। উদ্বোধনী খেলায় অম্বিকাপুর একাদশ জনি হ্যাটট্রিকের সুবাদে ৪-২ গোল রঘুনন্দনপুর কলাবাগান ক্লাব কে পরাজিত করেন। বিজয়ী দলের পক্ষে জনি হ্যাটট্রিক করেন এছাড়া একটি গোল করেন সোহান। বিজিত দলের পক্ষে শোয়াইব ও মুস্তাক একটি করে গোল করেন।