বিজয় পোদ্দার, ফরিদপুর : লোক শিল্পের নানা আঙ্গিক প্রদর্শন ও পণ্য বিক্রয়ের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকি পালনে ১৪ই মার্চ থেকে ফরিদপুর শহরের গোয়ালচামট মহিম ইনস্টিটিউশন মাঠে মাস ব্যাপী বিসিক শিল্প মেলা ২০২১ অনুষ্ঠিত হবে। মেলায় দেশের নানা জেলা থেকে ইতিমধ্যে আসতে শুরু করেছে চারু ও কারু পণ্যের শিল্প প্রতিষ্ঠান।
জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিসিক ফরিদপুর জেলার আয়োজন ও জেলা প্রশাসন ফরিদপুরের সার্বিক সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।
“সোনালী আঁশে ভরপুর ভালোবাসি ফরিদপুর” শীর্ষক শ্লোগান কে ধারণ করে মেলার উদ্বোধন করবেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মোঃ শামসুল হক, পৌর মেয়র অমিতাভ বোস, উপজেলা চেয়ারম্যান মোঃআব্দুর রাজ্জাক মোল্লা, পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বিপিএম(সেবা), জেলা আ.লীগ সভাপতি এ্যাড.সুবল চন্দ্র সাহা, জেলা আ.লীগ সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, ফরিদপুর চেম্বারের সহ সভাপতি মোঃ নজরুল ইসলাম, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি ফরিদপুরের সভাপতি মোঃ আকতার হোসেন।
সভাপতিত্ব করবেন বিসিক ফরিদপুরের উপ-মহাব্যবস্থাপক মোঃ গোলাম হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়।
মেলায় প্রতিদিন কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১০ (দশ) টাকা মুল্যের টিকিট কেটে যে কেউ প্রবেশ করতে পারবেন। মেলায় শিশু ও সব বয়সী মানুষের বিনোদনের জন্য থাকছে আধুনিক নাগরদোলা, ঝর্ণা, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা চারু ও কারু পণ্যের ৮৫ টি দোকান।
মেলা বিষয়ে বিসিক ফরিদপুরের উপ মহা ব্যবস্থাপক জানান, আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। ইতিহাস ঐতিহ্যের ফরিদপুরের সাথে লোক শিল্পের সমন্বয় করে মেলাটিকে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবো।