ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ছাইবাড়িয়া গ্রামে শনিবার দিবাগত রাতে কৃষক দিলিপ দাস ও দিজেন দাসের আগুনে গোয়াল ঘর পুড়ে ছাই হয়েছে। এ সময় আগুনে দুধেল গাভীসহ ছয়টি গরু ও পিয়াজ,ধান,পাট পুড়ে ছাই হওয়ায় ওই কৃষকের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। দিলিপ ও দিজেন উক্ত গ্রামের নিমাই চন্দ্র দাসের ছেলে।
ক্ষতিগ্রস্ত দিলিপ জানান, শনিবার গভীর রাতে হঠাৎ প্রতিবেশী নাসিরের ডাক শুনে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। পরে প্রতিবেশীদের নিয়ে অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে আনি কিন্তু এরই মধ্যে গোয়াল ঘর পুড়ে যায়।
এ সময় গোয়ালে থাকা ছয়টি গরু পুড়ে গেছে। যার মধ্যে দুইটি বিদেশি দুধেল গাভী ছিল। এছাড়া গোয়ালঘরে পিয়াজ,ধান ও পাট রাখা ছিল, সেগুলো পুড়ে ছাই হয়।ক্ষতির পরিমাণ প্রায় ১০লক্ষ টাকা। সব হারিয়ে আমি এখন পথে বসে গেছি। অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনাটি নিশ্চিত করেছেন ইউপি মেম্বর নুরুল ইসলাম।