অল্পের জন্য রক্ষা
মোঃ রমজান সিকদার ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা -১৩/০৯/২০২৪
ফরিদপুর বরিশাল মহাসড়কের ভাঙ্গার বাবলাতলা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় শুক্রবার সন্ধ্যায় ব্রিজের রেলিংয়ে ভেঙে ঢুকে পড়ল যাত্রীবাহী বাস। এতে বাসটি ব্রিজের রেলিংয়ে আটকে ঝুলে থাকে অল্পের জন্য নিচে পানিভর্তি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। দূর্ঘটনায় কমপক্ষে ১৫ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় জনতা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে। সেখানে থেকে গুরুতর আহত কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক রোমান জানান, টেকেরহাট থেকে ফরিদপুরগামী যাত্রীবাহী নিলাম পরিবহনের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ঝুলে থাকে। অল্পের জন্য বাসটি নিচের পানি ভর্তি খাদে পড়ে যাওয়া থেকে রক্ষা পায়। খবর পেয়ে আমরা আহতদের উদ্ধার করি।