ফরিদপুরে ইমামদের নিয়ে নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভা
ফরিদপুরে ইমামদের নিয়ে নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভা মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় স্থানীয় পরিচর্যা হসপিটালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
মত বিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মোঃ সাইদুজ্জামান । মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যক্ষা রোগ ও এর প্রতিকার বিষয়ে আলোচনা করেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান ।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডাঃ মোস্তফা আরিফ । আরো বক্তব্য রাখেন নাটাব ফিল্ড সুপারভাইজার শাহিনুর ইসলাম । সভায় সভাপতিত্ব করেন নাটাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোচন ও পরিচালনা করেন সাধারন সম্পাদক শেখ ফয়েজ আহমেদ ।
ফরিদপুর সদর উপজেলার ৩০ জন ইমাম যক্ষা বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন।