ফরিদপুর গোয়ালচামট সিংপাড়ায় শ্রীমৎ ভাগবতগীতা স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর গোয়ালচামট সিংপাড়ায় শ্রীমৎ ভগবত গীতা স্কুলের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল
শুক্রবার সন্ধ্যায় এই উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রীধাম শ্রী অঙ্গনের সাধারণ সম্পাদক কান্তি বন্ধু ব্রহ্মচারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দ চন্দ্র দাস। ১৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বিধান সাহা। ১৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি নারায়ণ চক্রবর্তী, সজল সাহা, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধু কিশোর দাস অনুষ্ঠানের সঞ্চালনা করেন শ্রীমৎ বন্ধু ব্রত ব্রহ্মচারী ও জয় বিশ্বাস।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ধর্মীয় নৃত্যানুষ্ঠান ও সঙ্গীতানুষ্ঠান পরি বেশন করা হয়।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এ অনুষ্ঠান উপভোগ করেন।
পরে প্রতিযোগিদের মধ্যে প্রায় শতাধিক শ্রীমৎ ভগবতগীতা বিতরণ করা হয়।