সদরপুরে সরকারি জায়গা দখল নিয়ে সংঘর্ষ, আহত-১২
সাব্বির হাসান,সদরপুর (প্রতিনিধি)প্রতিনিধিঃ ফরিদপুরের সদরপুর উপজেলা ও পার্শ্ববর্তী ভাংগা উপজেলার সীমান্তবর্তী এলাকায় সরকারি জায়গা দখল করে ঘর উত্তোলন কে কেন্দ্র করে দুই থানার লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
গতকাল সোমবার দুপুুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘন্টাব্যাপী দুইপক্ষের সংঘর্ষ চলাকালে ইট নিক্ষেপ,লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও বাড়িঘর ভাংচুর চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। দুই পক্ষের সংঘর্ষে ১২জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে গুরুতর আহত অবস্হায় উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিক সদরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল এবং ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোঃ আল-আমিন ঘটনাস্হলে ছুটে আসেন। দুই নির্বাহী ম্যাজিষ্ট্রেটের হস্তক্ষেপে ঘন্টাব্যাপী পর পরিস্হিতি নিয়ন্ত্রনে আসে। পরিস্হিতি নিয়ন্ত্রনে দুই থানার পুলিশ কাজ করে।
জানা গেছে, সদরপুর উপজেলার চরবা্রহ্মন্দি গ্রামের করিম মাতুব্বর, মিলন মাতুব্বর, সিরাজ মাতুব্বর গংরা সদরপুর ও ভাঙ্গা থানার সীমান্তবর্তী এলাকা ভেন্নাতুলী বাজারে একটি ক্লাব ঘর উত্তোলন করতে যায়। ওই সময় নাসিরাবাদ ইউনিয়নের আলেখার কান্দি গ্রামের যুবরাজ খলিফা,সম্রাট খলিফা, মহিউদ্দিন চোকদার গংরা ঘর উত্তোলনে বাধা দেয়। বঁাধার মুখে কথাকাটাকাটির এক পর্যায়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয় থানার দুই গ্রামের জনগন জড়িয়ে পড়ে।
সংঘর্ষ নিয়ন্ত্রণে এলে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নিকট সদরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল ও নাছিরাবাদ ইউনিয়নে চেয়ারম্যান মোঃ লাবলু ফকির এলাকায় শান্তি রক্ষার্থে মোচলেকা দিয়ে বিরোধের সমস্যা সমাধান করে।