• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
দিনাজপুরে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত সুষ্ঠুভাবে করার লক্ষ্যে প্রস্তুতি সভা

৬ লক্ষাধিক মুসল্লির সমাগমের আশা আয়োজকদের

মনজিদ আলম শিমুল,দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনারে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করনের লক্ষ্যে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ এপ্রিল বুধবার দিনাজপুর জেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে সর্ববৃহৎ ঈদগাহ মিনারের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী এবং ব্যবস্থাপনার কমিটির প্রধান উপদেষ্ঠা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন,
শোলাকিয়া একটি ঐতিহ্যবাহী মাঠ, তবে আয়তনের দিক দিয়ে দিনাজপুর ঈদগাহমিনার চার গুণ বড়। গোর-এ শহীদ ময়দানের আয়তন প্রায় ২২ একর। উপ মহাদেশে এত বড় ঈদগাহ আর নেই। এখানে ঈদের নামাজ আদায় করছেন দিনাজপুর জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা। তিনি আরও বলেন, করোনা ভাইরাসেরকারণে পরপর দুই বছর দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে হয়নি ঈদের জামাত। তবে এবার এই ময়দানে ঈদের জামাত হবে এবং এর সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আয়োজকরা আশা করছেন, ৬ লক্ষাধিক মানুষের সমাগম হবে। এটিই হবে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের
জামাত।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, পবিত্র ঈদুল ফিতরেমুসুল্লীদের সুষ্ঠ ওশান্তিপুর্নভাবে নামাজ আদায়ের জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঈদগাহ মাঠজুড়ে নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সিসি ক্যামেরা স্থাপনেরপাশাপাশি গোয়েন্দা নজরদারি রাখার ব্যবস্থা করা হচ্ছে। মাঠের আশপাশে র‍্যাব, বিজিবি,পুলিশ ও আনসারসহ সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাখার প্রস্তুতি রয়েছে।
সকাল ৯টায় ঈদগাহ মাঠে ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী।
সভা শেষে হুইপ ইকবালুর রহিম এমপি গোর ই শহীদ বড় ময়দানে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাতের জন্য প্রস্তুতিমুলক ঈদগাহ মিনার পরিদর্শন করেন। এ সময়
উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) প্রমুখ।
দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
মোঃ আসলাম উদ্দিন, দিনাজপুর সিভিল সার্জন, ডাঃ এইচএম বোরহান উল ইসলাম সিদ্দিকী, বিজিবির মেজর এসএম জসমি উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহীকর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার, জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট মোঃ হাসান আলী, দিনাজপুর এনএস আইয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল
মুঈদ, দিনাজপুর চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী, ইসলামীক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সিনিয়র জেলা তথ্যঅফিসার মোঃ সোহেল রানা, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুব্রত মজুমদার ডলার, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মকবুল হোসেন, সাধারন সম্পাদক মাওলানা রফিকুল্লাহ মাজাহারি, দিনাজুর দোকান মালিক সমিতির সভাপতি জহির শাহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, নেসকোর নির্বাহী প্রকৌশলী একেএম শাহাদৎ হোসেন, ঈদগাহ জামাতের ইমাম শামসুল হক কাসেমী, দিনাজপুর প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল,সাংবাদিক সালাউদ্দিন আহমেদ, মোর্শেদুর রহমান, রেজাউল করিম রঞ্জ, ক্যাবল টিভি অপারেটরের সভাপতি মাহমুদুল নবী পলাশসহ জেলা প্রশাসন, পুলিশ, র‍্যাব, বিজিবি,

রাজনৈতিক, সামাজিক,সাংবাদিক নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।