দিনাজপুরে মুজিববর্ষ উপলক্ষে নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত
দিনাজপুরে মুজিববর্ষ উপলক্ষে স্কুল ও কলেজ পর্যায়ে নারীদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২০ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর স্টেশন ক্লাবে নারীদের ব্যাডমিন্টন খেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত সমাপনী খেলায় দিনাজপুর জেলা প্রশাসকের সহধর্মিনী ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবির প্রমুখ।
খেলায় স্কুল (একক) পর্যায়ে চ্যাম্পিয়ন হন হাবিবা ও রাইসা এবং দ্বৈত পর্যায়ে হাবিবা ও রাইসা চ্যাম্পিয়ন হন। কলেজ (একক) পর্যায়ে চ্যাম্পিয়ন হন জুথিকা এবং দ্বৈত পর্যায়ে চ্যাম্পিয়ন হন জুথিকা ও পৃথা।