মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি ফরিদপুরী (কুঃছেঃআঃ) কেবলাজান ছাহেবের মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় জাকের পার্টির মিশন সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে নগরকান্দা উপজেলা সদরে এ মিশন সভার আয়োজন করেন উপজেলা জাকের পার্টি।
নগরকান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে মিশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান জাদু মিয়া। বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন, জেলা জাকের পার্টির দপ্তর সম্পাদক প্রফেসর এমএ কুদ্দুছ শেখ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ফজলুল হক।
উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান টিটোর পরিচালনায় এসময় জেলা জাকের পার্টির তথ্য ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক আবু নাসের হুসাইন, উপজেলা জাকের পার্টির সাংগঠণিক সম্পাদক আলমগীর হোসেন মল্লিক, জেলা ছাত্রফ্রন্ট নেতা সোহেল রানা, আবুল বাসার প্রমূখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে জাদু মিয়া বলেন, জাকের পার্টির চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী সাহেবের দিক-নির্দেশনা মাথায় নিয়ে আমাদের কাজ করতে হবে। জাকের পার্টির পতাকাতলে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে।
১৩ এপ্রিল ২০২২