• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
বাগমারায় করোনা রোগীর চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি এনামুল হক

জেলায় উপজেলা পর্যায়ে একমাত্র বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে করোনা রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে।

আক্রান্ত রোগীদের চিকৎসা সেবায় চিকিৎসকদের ব্যক্তিগত ভাবে পিপিই, মাক্সসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ করছেন তিনি। ফলে চিকিৎসকরা সেবায় আরে উৎসাহিত হচ্ছেন।

এমপির এ সহযোগিতায় চিকিৎসকরা উৎসাহিত হয়ে এখন তারা মাঠ পর্যায়ের স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করে করোনার নমুনা সংগ্রহ, পরীক্ষা এবং চিকিৎসা দিচ্ছেন।

সেই সাথে তিনি আক্রান্ত রোগীদেরও নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী দিচ্ছেন। একই ভাবে যারা বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন তাদেরও সহযোগিতা করছেন।

শুধু তাই নয়, আক্রান্ত রোগীদের সাথে নিজেই মোবাইল ফোনের মাধ্যমে কথা বলে সাহস যোগাচ্ছেন।

বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে বর্তমানে করোনা’য় আক্রান্ত উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের  করখন্ড গ্রামের এক দম্পতি চিকিৎসাধীন রয়েছে। এর আগে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো কয়েকজন রোগী। এছাড়াও বাড়িতেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন অনেকই।

দেশে চলমান করোনা পরিস্থিতিতে বাগমারার এমপি এনামুল হক ব্যক্তিগত ভাবে চিকিৎসক  ও স্বাস্থ্য কর্মীদের মাঝে kN-95 মাক্স, পিপিই ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ প্রদান করে তাদের বাড়ি গিয়ে করোনা রোগীদের চিকিৎসা করতে উৎসাহিত করে আসছেন সেই শুরু থেকেই।

যার ফলশ্রুতিতে করোনা চিকিৎসায় বাগমারা সারা দেশের রোল মডেল হয়ে দাড়ায় এবং স্বাস্থ্য অধিদপ্তরেরও প্রংশা কুড়ায় ডাক্তাররা।

ব্যতিক্রমী এ চিকিৎসার ধারাবাহিকতায় উপজেলার গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের গাজিপুর গার্মেন্টস ফেরত এক দম্পতি অসুস্থ হলে তাদের বাড়ি গিয়ে গত ১৩ মে স্যাম্পল সংগ্রহ করার পর পরীক্ষায় তা পজেটিভ আসে। এর পর ওইদিনই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন কেন্দ্রে ভর্তি করা হয়।

এসময় ওই দম্পতির চিকিৎসাসহ যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেন এমপি এনামুল হক। এছাড়া নগদ অর্থ অনুদান দেন দম্পতিকে।

করোনাভাইরাসে আক্রান্ত দম্পতি আক্কাস-সাবিনা চিকিৎসার পর সুস্থ হলে ৩১ মে স্বাস্থ্য কমপ্লেক্স পক্ষ থেকে ডাক্তার গোলাম রাব্বানী তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিদায় দেন।

এর আগে বাগমারার যাত্রাগাছি গ্রামের জাহাঙ্গীর আলম নামের অপর এক করোনা রোগীকেও একই ভাবে আর্থি অনুদান প্রদান করেন এমপি এনামুল হক।

রাজশাহী জেলার একমাত্র বাগমারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আইসোলেশন কেন্দ্রে করোনা রোগীর চিকিৎসা দেওয়া হচ্ছে। বাড়ির কাছে চিকিৎসা পেয়ে রোগীদেরও মনোবল বাড়ছে।

এদিকে করোনা রোগীর চিকিৎসায় এমপি এনামুল হক ব্যক্তিগত ভাবে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের মাঝে KN-95 মাক্স, নিজের ফ্যাক্টরিতে তৈরী পিপিইসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা উপকরণ সরবরাহ করছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।