নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় সুদের টাকা দিতে বিলম্ব হওয়ায় গ্রহীতার বাড়িতে পাওনাদারের হামলার অভিযোগ পাওয়া গেছে।
এ হামলায় মহিলাসহ ৪ জন আহত হয়েছে। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এসময় হামলাকারীরা গ্রহীতার বসত বাড়ীতে ভাংচুর চালায়।
জানাযায়, উপজেলার ডাংগী ইউনিয়নের শংকরপাশা গ্রামের বাবু মুন্সীর নিকট থেকে ব্যবসা করার উদ্দেশ্যে একই গ্রামের রুবেল চোকদার (৩৪) এক লক্ষ টাকা সুদে নেয়। সুদের টাকা দিতে দেরী হওয়ায় (১৩ জুন) সোমবার সকালে বাবু মুন্সী তার দলবল নিয়ে রুবেলের বাড়ীতে হামলা চালায়।
এ হামলায় রুবেল সহ বাড়িতে থাকা মা ফাতেমা বেগম, দাদী রেনা বেগম ও ছোট ভাই রাজা চোকদারকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এ ঘটনায় রুবেল চোকদার বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
রুবেল চোকদার জানান, বাবু মুন্সীর নিকট থেকে আমি ব্যবসা করার জন্য সুদে এক লক্ষ টাকা নিয়েছিলাম। ইতি মধ্যে ৫০ হাজার টাকা ফেরত দেয়া হয়েছে। এখন তারা মিথ্যা কথা বলছে যে তারা নাকি আমার কাছে আরো আড়াই লাখ টাকা পাবে। সেই টাকা দিতে দেরী হওয়ায় লোকজন নিয়ে আমার বাড়ীতে হামলা চালিয়েছে আমাদের মারপিট সহ বাড়ী ঘর ভাংচুর করেছে।
অভিযুক্ত বাবু মুন্সীর সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য কিচলু জানায়, রুবেলের কাছে তারা টাকা পেতো। এ জন্যই তারা রুবেলের ছোটভাই রাজা চোকদারের গাড়ি নিয়ে গেছে। এবং দুই পক্ষের মধ্যে আজ সকালে সংঘর্ষ হয়েছে।
স্থানীয় চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ঘটনাটি আমি জানতাম এবং শালিশের মাধ্যমে এটি মিমাংসার চেষ্টা চালাচ্ছিলাম, কিন্তু সকালে যে ঘটনাটি ঘটেছে তা আমি জানি না।
নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
শফিকুল খান জনি
১৩ জুন ২০২২।